দেশে এখন
0

১৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোগের জন্য নয় বরং জনগণের জন্য দায়িত্ব ও কর্তব্য পালনে ক্ষমতা। ১৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দলের বাতিঘরের জন্মদিবসের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শের স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় নেতারা। তুলে ধরেন তার দেখানো পথে চলার কথা। কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সূচনালগ্ন থেকেই মানুষের সেবায় কাজ করছে আওয়ামী লীগ। যার নেপথ্যে রয়েছে জাতির পিতার আদর্শ।’

তিনি বলেন, 'যে আদর্শ, চেতনা নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন আমার বাবা, যে দুঃখী মানুষের মুখে হাসে ফুটাবেন। মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, জীবনমান উন্নত করবেন। তার আকাঙ্ক্ষা আদর্শ তো ব্যর্থ হতে পারে না। তা যেন ব্যর্থ না হয় সেজন্য সব কষ্ট সহ্য করে মানুষের পাশে আছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।'

এসময় সরকারপ্রধান বলেন, ‘ভোগের জন্য নয় বরং জনগণের জন্য দায়িত্ব ও কর্তব্য পালনে ক্ষমতা। আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তন করে। গত ১৫ বছরে তা করে দেখিয়েছে সরকার।’

তিনি বলেন, 'এ ১৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের চিকিৎসা সেবা দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দিচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করি।'

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি দেশের মানুষের ভালো দেখতে পারেন না বলেও জানান তিনি।’

তিনি বলেন, 'জাতির পিতাকে হত্যা করার পর নিজেকে নিজে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করেছে। কোন গণতান্ত্রিক ধারা দিয়ে তারা দল তৈরি করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে এ দল তৈরি হয়েছে। তারা কি গণতন্ত্রের ভাষা বোঝে? গণতন্ত্রের অর্থ বোঝে? গণতন্ত্র বানান করতে পারে? সেটাই আমার প্রশ্ন।'

বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের ইফতার পার্টি না করে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সরকার।’

ইএ