বাজার
0

সরকার নির্ধারিত দাম বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘চাপ প্রয়োগ না করে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বাজার মনিটরিংয়ের ফলেই অনেক পণ্যের দাম কমেছে।’

রোববার (১৭ মার্চ) কারওয়ান বাজারে টিসিবি ভবনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তরের ২৯টি পণ্যের দাম নির্ধারণের পর তা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আর এটিই আমাদের দায়িত্ব।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে সমন্বয়ের কোনো ঘাটতি নেই। বাজারে পণ্যের দামে ধীরে ধীরে সমন্বয় করা হবে। পাইকারি থেকে ভোক্তা পর্যন্ত সবার সঙ্গে বসে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। এ অধিদপ্তরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা যেহেতু বাজার মনিটরিং করি আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করব। প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে উৎপাদকপর্যায়ে থেকে পাইকারি এবং পরে খুচরাপর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা।

এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।