তৃণমূল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়ে কোনভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান।
হাসপাতাল সূত্রে খবরে বলা হয়েছে, তার কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।
প্রথমে তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেও সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বিছানায় মমতা ব্যানার্জি
হাসপাতাল সূত্রে জানা গেছে, মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
হাসপাতালে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এ ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গেছেন বলেই মনে করা হচ্ছে।





