পুঁজিবাজার
অর্থনীতি
0

কারিগরি ত্রুটি নিয়ে ডিএসইর তদন্ত কমিটি গঠন

কারিগরি ত্রুটিজনিত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে আজ (১০ মার্চ) শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান লক্ষ্য করা যায়। এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাকের সঙ্গে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে।

একই সঙ্গে ডিএসই প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ আশা করছে আজকের মধ্যেই উদ্ভূত সমস্যার সমাধান করা যাবে।

এ বিষয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএসই।

আসু