ইউটিউব সাক্ষাৎকারে জাহানারার বিস্ফোরক অভিযোগ, তদন্তে বিসিবির কমিটি গঠনের সিদ্ধান্ত

জাহানারা আলম
জাহানারা আলম | ছবি: সংগৃহীত
0

বিস্ফোরক অভিযোগ জাহানারা আলমের। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। এদিকে অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বাংলাদেশের জার্সিতে জাহানারা আলমের অভিষেক ২০১২ সালে। প্রায় এক যুগ ধরে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এই পেসার, করেছেন অধিনায়কত্বও। লাল-সবুজ জার্সিতে ওয়ানডে খেলেছেন ৫২টি, টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা ৮৩।

দুই ফরম্যাট মিলিয়ে ১০৮ উইকেট তার ঝুলিতে। প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা এ পেসার এবার আলোচনায় বিস্ফোরক এক অভিযোগের কারণে। জানান, দলে থাকা অবস্থায় যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।

ক্লাব ক্রিকেট খেলতে বছর কয়েক ধরেই অস্ট্রেলিয়ায় আছেন জাহানারা। সেখান থেকেই এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে জাহানারা দাবি করেছেন, জাতীয় দলে খেলার সময় সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন।

জাহানারা বলেন, ‘তৌহিদ ভাই কখনো সরাসরি নিজে অ্যাপ্রোচ করে নাই। বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করায়। আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তৌহিদ স্যারের বিষয়টা দেইখেন আপা। সেকেন্ড প্রপোজাল পাইলাম আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে। তিনি আমার কাছে এসে কাধে হাত রেখে বলতেছেন তোর পিরিয়ডের আজ কয়দিন চলছে? আমি যখন বললাম পাঁচদিন। তখন উনি বললেন, পাঁচদিন এতদিন থাকে। মানুষের তো তিন চারদিনে ঠিক হয়ে যাওয়ার কথা। আমি ওনার মুখের দিকে তাকিয়ে বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই। উনি বললেন তোর তো পিরিয়ড শেষ হয়ে যাওয়ার কথা। এতদিন থাকে নাকি কারো। আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও দেখতে হবে তো।’

জাতীয় দলের কয়েকজন সতীর্থের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন জাহানারা। এসব বিষয়ে বিসিবির কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রাতেই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তদন্ত কমিটি ১৫ কর্মদিবসের মাঝে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

এদিকে এ বিষয়ে জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে কোয়াব। নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এ ধরনের ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখার দাবিও জানিয়েছে ক্রিকেটারদের এই সংগঠন।

এএইচ