সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অপুষ্টি ও পানিশূন্যতায় ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে গাজার হাজার হাজার নারী।
স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছেন গাজার প্রায় ৬০ হাজার গর্ভবতী নারী।
আল-কুদরার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় প্রতি মাসে গড়ে ৫ হাজার নারী তাদের সন্তান প্রসব করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে এ সব সন্তান প্রসব করছেন ভুক্তভোগী নারীরা।
ফিলিস্তিনি নারীদের পাশে দাঁড়াতে এবং ওই অঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বৈশ্বিক নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফ আল-কুদরা।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েল। এতে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি পৌঁছায়। আহতের সংখ্যাও ৭০ হাজারের অধিক।
জাতিসংঘের তথ্যমতে, এ সব হতাহতের বেশির ভাগই নিরপরাধ নারী।