পরিবেশ ও জলবায়ু
0

চট্টগ্রাম অগ্নিকাণ্ডে পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ইউনিয়নে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ ও ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

এতে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম অঞ্চল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অতি. দায়িত্ব) হিল্লোল বিশ্বাসকে। বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফুল হক।

সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম গবেষণাগারের উপ-পরিচালক মো. কামরুল হাসান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার।

তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুষ্পষ্ট মতামতসহ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার (৭ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।