পরিষেবা
অর্থনীতি
0

ডিসেম্বরের মধ্যে নয়টি সোলার প্রকল্প বাস্তবায়ন হবে

Shahinur Sarkar

আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি সোলার প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যার ৬টি প্রকল্পের পেছনে ৫ লাখ ৪১ হাজার মার্কিন ডলার খরচ হবে। তবে ভাসমান সোলার প্রকল্পের প্রাক্কলিত মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

শনিবার (২ মার্চ) রাতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইয়েন্সের (আইএসএ) মহাপরিচালক ড. অজয় মাথুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নবায়ণযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির পরিমাণ হ্রাস করা অপরিহার্য। ভাসমান সোলারের সম্ভাব্য স্থান বিচক্ষণতার সাথে নির্বাচন করতে হবে। রুফটপ সোলারের ব্যাপক প্রসারে আইএসএ আরও অবদান রাখতে পারে। বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার বিদ্যুৎ আরও বৃদ্ধি করা হবে। ভাসানচরসহ দেশের বড় বড় চরে যৌথভাবে কাজ করা যেতে পারে।

এ সময় আইএসএ’র মহাপরিচালক শনিবার অনুষ্ঠিত আইএসএ’র প্রথম স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত প্রতিমন্ত্রীকে জানান। দুই পক্ষের মধ্যে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসএসএস