সাকিব আল হাসানের চোখের অস্বস্তি, বিসিবির নানা দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে তিন ফরম্যাটে টাইগারদের নেতৃত্বের ব্যাটন পান নাজমুল হোসেন শান্ত। বিপিএলের মাঝপথে সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তাই নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন ওঠে।
অধিনায়ক শান্ত বলেন, 'এটা আমার ও পরিবারের জন্য খুব গর্বের বিষয়।'
সাকিবের অনুপস্থিতিতে বিশ্বকাপে ও তার আগে-পরে বিভিন্ন সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শান্ত। এবার পূর্ণ দায়িত্ব পাওয়ার পর তার কাছে জানতে চাওয়া হলো তিন ফরম্যাট নিয়ে তার ভাবনার বিষয়।
অভিজাত টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের চিন্তাধারায় পরিবর্তন আনতে চান শান্ত। বলেন, 'আমরা টেস্ট ক্রিকেটে খুব বেশি উন্নতি করতে পারিনি। কিন্তু আগের অবস্থার চেয়ে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দেশে অনুষ্ঠিত হওয়া বেশিরভাগ ম্যাচ জিততে চাই। টেস্ট খেলার গুরুত্ব সবার বাড়াতে হবে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোন ট্রফির দেখা পায়নি বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডের মাধ্যমে এই আক্ষেপটা ঘোচাতে চান অধিনায়ক শান্ত। বলেন, 'ওয়ানডেতে আমরা ভালো করছি কিন্তু দলগতভাবে এখনো কোন বড় ট্রফি পাইনি। সুতরাং বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে এগুবো।'
এতদিনেও টি-টোয়েন্টি ক্রিকেটটা ঠিকঠাক রপ্ত করতে না পারলেও গেল বছর এই সংস্করণে সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে শান্ত আরও উন্নতি চান।
শ্রীলঙ্কা সিরিজের মাধ্যমে এ্যাসাইনমেন্ট শুরু হলেও নাজমুল হোসেন শান্ত'র নেতৃত্বের মূল পরীক্ষার মঞ্চ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি নিয়েও আলাদা পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি।