গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের শ্রমিকদের করা মামলায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত-৩। যদিও তাৎক্ষণিক একমাসের জামিন দেয়ায় কারাগারে যেতে হয়নি তাকে।
রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ড. ইউনূস। সঙ্গে ছিলেন বাকি তিন আসামি।
জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। দুইপক্ষের শুনানি শেষ করে ট্রাইব্যুনালের বিচারক ইউনূসসহ আসামিদের জামিন মঞ্জুর করেন।
পরে আদালত থেকে বেরিয়ে ড. ইউনূস বলেন, ন্যায়বিচারের ভার দেশের মানুষের কাছে ছেড়ে দিয়েছি।
আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর জজ আদালতে ড. ইউনূসসহ সব আসামিরা আত্মসমর্পন করে জামিন চাইলে তা মঞ্জুর করেন।