২০০৫ সালের ভালোবাসা দিবস, ইন্টারনেটে চালু হলো নতুন একটি মাধ্যম-ইউটিউব। ১৯ বছর পর ইউটিউব শুধু বিনোদনের মাধ্যমই নয়, পরিণত হয়েছে শিক্ষা অর্জনের বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে। তবে এবার ক্র্যাশ কোর্স বা খান একাডেমি চ্যানেলের মতো প্রথাগত শিক্ষা নয়, ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে জর্ডানের ইউটিউব চ্যানেল তামিম অ্যান্ড রিম।
জর্ডানের বেসরকারি চাকুরিজীবী মামুন জন্ম থেকেই শ্রবণ শক্তিহীন। সন্তানদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ইশারা। তবে সাইন ল্যাঙ্গুয়েজে পারদর্শী নয় শিশুরা। ইউটিউবের শরণাপন্ন হয়ে শিশুদের জন্য কনটেন্ট খুঁজতে গিয়ে হতাশ হন মামুন। তাই নিজেই লেগে পড়েন কাজে। বেসরকারি প্রতিষ্ঠানে কাজের ফাঁকে শিখতে শুরু করেন অ্যানিমেশন। ২০২২ সালে তার স্ত্রী হেবার সহায়তায় তৈরি করেন তামিম অ্যান্ড রিম চ্যানেল।
মামুন বলেন, 'শ্রবণ শক্তিহীন এক থেকে দশ বছরের শিশুদের জন্য আমরা এ ভিডিও তৈরি করছি। আমরা এমন শিশুদের সমাজের সঙ্গে একত্রিত করতে চাই।'
শিশুদের আকৃষ্ট করতে বড় চোখের রঙিন কয়েকটি অ্যানিমেটেড চরিত্র আরবিতে ইশারা ভাষার পাঠদান করে। মাঝে মধ্যে চরিত্রগুলোয় কণ্ঠ দেয় মামুনের সন্তান। ভবিষ্যতে শ্রবণশক্তিহীন শিশুদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে চ্যানেলটি আরবি ভাষাভাষীদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হবার আশা চ্যানেলের সহপ্রতিষ্ঠাতার।
তামিম অ্যান্ড রিমের সহপ্রতিষ্ঠাতা হেবা জামজুম বলেন, 'শুধু শিশুরাই নয়, মায়েরাও তাদের শ্রবণ শক্তিহীন সন্তানদের সঙ্গে ভাব আদানের মাধ্যম হিসেবে চ্যানেলটি থেকে শিখতে পারবে। আশা করি, আমাদের চ্যানেলটি একদিন আরব অঞ্চলের সবচেয়ে বড় ইশারা ভাষার চ্যানেল হয়ে উঠবে।'
আরব অঞ্চলের প্রায় ২ কোটির বেশি শিশু শারীরিক প্রতিবন্ধকতার শিকার। যাদের মধ্যে অনেকেই জন্ম থেকে শ্রবণ শক্তিহীন। সাবস্ক্রাইবার মাত্র সাড়ে ৩ হাজার হলেও একজন শিশুও যদি কন্টেন্টগুলো থেকে উপকৃত হন, সেটিকে নিজেদের সার্থকতা হিসেবে দেখেন তামিম অ্যান্ড রিম চ্যানেলটির প্রতিষ্ঠাতারা।