প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের নতুন ভার্সন আনবে ইউটিউব

প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনে নতুন ভার্সন আনার পরিকল্পনা নিয়েছে ইউটিউব। বর্তমানে এর পরীক্ষা চলছে। এরই মধ্যে নতুন ভার্সনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি গুগলের একটি চিঠির মাধ্যমে বিষয়টি আরো নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয় অস্ট্রেলিয়া, জার্মানি ও থাইল্যান্ডেও নতুন ভার্সনের পরীক্ষা চালানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন এ ভার্সনে বিজ্ঞাপনের সংখ্যা কম থাকবে। সে হিসেবে অধিকাংশ ভিডিওতে বিজ্ঞাপন থাকবে না। তবে মিউজিক কনটেন্ট, শর্টসে ভিডিও অ্যাড দেখা যাবে। এছাড়াও সার্চ ও ব্রাউজিংয়ের সময় নন-ইন্টারেপটিভ অ্যাডও আসবে।

২০২১ সালে ইউরোপে প্রথম অরিজিনাল প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের পরীক্ষা শুরু হয়। তবে কয়েক বছর পর এটি বন্ধ হয়ে যায়।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, অস্ট্রেলিয়ায় নতুন ভার্সন ব্যবহারের জন্য মাসে ৯ ডলার ব্যয় করতে হবে। যেখানে ফুল প্রিমিয়াম ভার্সন ব্যবহারের জন্য ১৭ ডলার ব্যয় করতে হতো।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর