শিশুদের জন্য ইশারা ভাষার ইউটিউব চ্যানেল
শ্রবণ শক্তিহীন হওয়ায় সন্তানের সঙ্গে ভাব আদান প্রদানে বাধা দিচ্ছে ভাষা। সমস্যার পরিত্রাণ পেতে ইউটিউবের শরণাপন্ন হন জর্ডানের নাগরিক মামুন। তবে প্ল্যাটফর্মটিতে এমন কোনো চ্যানেল না পেয়ে স্ত্রীর সহযোগিতায় একসময় নিজেই খুলে ফেলেন ইশারা ভাষার চ্যানেল।