ক্রিকেট
এখন মাঠে
0

ফাইনাল মহরণে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল

আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। তারপরই বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়নের নাম জানা যাবে। কুমিল্লার হ্যাটট্রিক শিরোপা হবে নাকি বরিশালের প্রথম, সেটিও জানা যাবে ফাইনাল শেষে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মূল অনুশীলন শুরুর আগে দলীয় পরামর্শ সভায় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের টোটকা মনোযোগ দিয়ে শুনছিলেন কুমিল্লার ক্রিকেটাররা।

কিভাবে জিততে হয় তা জানে ভিক্টোরিয়ানরা, জানেন সালাউদ্দিনও। বিপিএলের সবচেয়ে সফল দল যে তারাই। প্রায় ৪০ দিনের লড়াই শেষে আরও একটা ফাইনালের মঞ্চে উঠেছে গোমতী পাড়ের দলটি।

দেশি-বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল হলো ভিক্টোরিয়ান্স। লিটন-হৃদয়ের ছন্দময় ব্যাটিংয়ের সঙ্গে আন্দ্রে রাসেল, মঈন আলীদের ঝড়ো ব্যাটিং আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে কুমিল্লাকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার জাকের আলী অনিক বলেন, 'কুমিল্লা এমন বড় ম্যাচ খেলে অভ্যস্ত। দলীয়ভাবে আমরা জানি কিভাবে এসব বড় ম্যাচে খেলতে হয়।'

বেশ কাঠখড় পুড়িয়ে, এলিমিনেটর ও কোয়ালিফায়ারের পথ মাড়িয়ে ফরচুন বরিশাল ফাইনালে উঠেছে। যে দলটাকে বলা চলে জাতীয় দলেরই ছায়া। তামিম, মুশফিক, রিয়াদ, সৌম্য, মিরাজ, সাইফুদ্দিন, তাইজুলকে নিয়ে চাইলে জাতীয় দলেরই একটা একাদশ করতে পারে বরিশাল। এ দলটাকে নিয়ে বাজি ধরতে পারেন যে কেউই।

ফরচুন বরিশালের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, 'দুই দলের খেলাই অনেক ভালো হবে। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় থাকায় আমরা ভালো করছি।'

বিপিএলের সবগুলো আসরে খেললেও, কখনও ট্রফি ছোঁয়ার সাধ পূরণ হয়নি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের। ক্যারিয়ারের গোধূলী বেলায় এ আক্ষেপটা কি মিটবে তাদের?

এমএসআরএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর