সৌদি আরবে ১৫ লাখ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস ও ২শ' কোটি ব্যারেলের সমপরিমাণ কম ঘনত্বের তরল হাইড্রোকার্বনসহ নতুন মজুতের সন্ধান মিলেছে।
রাষ্ট্রায়ত্ত আরামকো রোববার (২৬ ফেব্রুয়ারি) জানায়, নতুন আবিষ্কারের ফলে প্রতিষ্ঠানটির মালিকানাধীন জুফুরাহ ক্ষেত্রে গ্যাসের মজুত ২২৯ লাখ কোটি ঘনফুটে পৌঁছেছে। আর কম ঘনত্বের তরল হাইড্রোকার্বনের পরিমাণ সাড়ে সাত হাজার কোটি ব্যারেলে দাঁড়িয়েছে। এতে ১৭ হাজার বর্গকিলোমিটার আয়তনের জুফুরাহ থেকে ২০৩০ সালের মধ্যে দিনে ২শ' কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে, যা বর্তমানে ১০ ভাগের এক ভাগ।