বিদেশে এখন
0

তামাক পাতা থেকে তৈরি হচ্ছে পারফিউম

মানুষের জীবনের সঙ্গে এখন মিশে আছে পারফিউম বা সুগন্ধি। ব্যক্তিত্ব প্রকাশেও ভূমিকা রাখে এই প্রসাধনী পণ্য। শিল্পায়নের আগে সুগন্ধি তৈরি হতো গোলাপ, চন্দন, জুঁই বা ল্যাভেণ্ডার দিয়ে। তবে সময়ের সঙ্গে পাল্টেছে সুগন্ধি তৈরির ধরণ, ব্যবহার বেড়েছে রাসায়নিকের।

প্রাকৃতিক উপাদান ব্যবহারে তৈরিকৃত সুগন্ধি ক্রেতাদের নাগালে পৌঁছে দিতে কাজ করছেন কিউবার উদ্যোক্তা ক্লারা ক্যামালেরি। ৫৩ বছর বয়সী এই নারী পারফিউম তৈরিতে তামাক পাতা ব্যবহার করছেন।

ক্যারিবীয় অঞ্চলের দেশটির রপ্তানি খাতের সবচেয়ে বড় পণ্য তামাক। ২০২১ সালে দেশটি রপ্তানি করে ১০৯ কোটি ডলারের পণ্য, যার মধ্যে সাড়ে ২৭ কোটি ডলারই এসেছে তামাক থেকে। বিশ্বের সেরা তামাকের আবাসস্থল হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিও প্রদেশ। ৬ বছর আগে এখান থেকে থেকে পাতা সংগ্রহের মাধ্যমে পারফিউম তৈরির যাত্রা শুরু করেন ক্লারা। সুগন্ধযুক্ত পাতা বাছাই শেষে চূর্ণ করা হয়। সবশেষে মেশানো হয় অ্যালকোহল, তৈরি হয় ভিতোলা কিউবানা পারফিউম।

সুগন্ধি প্রস্তুতকারক ক্লারা ক্যামালেরি বলেন, পিনার দেল রিও'র তামাক পাতার জাত বিশ্বখ্যাত। সেখান থেকেই পাতা সংগ্রহ করা হয়। তবে রাসায়নিক সুগন্ধি ও প্রয়োজনীয় তেল আমদানি করা হয়। পারফিউমের ঘ্রাণ কেমন হবে, তা আমরা নির্ধারণ করি। তাই এটি বাজারের বাকি পারফিউমগুলোর চেয়ে আলাদা।

নানাবিধ সংকটে জর্জরিত কিউবায় ধ্বস নেমেছে অর্থনীতিতে। গেল বছর দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিলো ৩০ শতাংশ। সংকটের কারণে জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে দেশটির সরকার। ক্রমাগত দুর্বল হচ্ছে কিউবান পেসো। বছর ব্যবধানে ডলারের বিপরীতে মুদ্রাটির মান নেমেছে অর্ধেকে। ধুঁকতে থাকা অর্থনীতির প্রভাব পড়েছে ক্লারার ব্যবসায়। ল্যাবটিতে তামাক পাতা ছাড়া বাকি সবকিছুই আমদানি করতে হয় তার পরিবারকে।

ক্লারা ক্যামালেরি আরও বলেন, আমাদের দেশের জাতীয় উৎপাদন খুবই কম। তাই প্যাকেজিংয়ের জন্য কার্ড বোর্ড থেকে শুরু করে প্রায় সবকিছুই আমদানি করতে হয়। উদ্যোক্তা হিসেবে ব্যবসায় এগিয়ে যেতে এমন অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে।

তবে ব্যবসাকে লাভজনক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন ক্লারা। পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের পাশাপাশি প্যাকেজিংয়ে কার্ড বোর্ডের বদলে ব্যবহৃত হচ্ছে কাগজ।

ডিজাইনার কারলা জোভা বলেন, আমাদের ব্যবসাটি শতভাগ পরিবেশবান্ধব। যে অ্যালকোহল বেঁচে যায়, তা পুনরায় ব্যবহার করা হয়। আমরা প্যাকেজিংয়ে কার্ড বোর্ডের বদলে কাগজ ব্যবহার করি। পারফিউমের পাশাপাশি সবকিছুই হাতে প্রস্তুত করা হয়।

ক্লারার আশা, একদিন তার পারফিউম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, অবদান রাখবেন কিউবার অর্থনীতিতে।

এই সম্পর্কিত অন্যান্য খবর