উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা: মৃত্যুদণ্ড না দিলে দোষ স্বীকারে সম্মত তিন অভিযুক্ত

পেন্টাগনের বিবৃতি

প্রসিকিউশন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড চাইলে দোষ স্বীকারে সম্মত হয়েছেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বন্দি তিন অভিযুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তারা হলেন কথিত মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদসহ তার দুই সহযোগী ওয়ালিদ বিন আত্তাশ এবং মুস্তাফা আল-হাওয়াসাভি। ২০০৩ সাল থেকে বছরের পর বছর ধরে কোনো ধরনের বিচার ছাড়াই কিউবায় থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে তাদের হেফাজতে রাখা হয়।

দোষী সাব্যস্তের প্রি-ট্রায়াল চুক্তিটি পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তার দ্বারা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে বলেও জানা গেছে। আগামী সপ্তাহের প্রথমদিকে আদালতে তাদের আবেদন জমা দেয়া হবে বলেও মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে।

খালিদ শেখ মোহাম্মদ কায়েদার জঙ্গি হিসেবে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার প্রধান হিসেবে অভিযুক্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। ওই সময় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর