এশিয়া
বিদেশে এখন

ভারতে ‘দিল্লি চলো’ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত

ভারতে ন্যূনতম মূল্য নির্ধারণের দাবিতে কৃষকদের ‘দিল্লি চলো’ বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ২২ বছর বয়সী এক কৃষক নিহতের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গেছে।

হরিয়ানা সীমান্তে নিহত কৃষকের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই দিনটিকে কালো দিন হিসেবে পালনের আপিল করেছেন কৃষক নেতারা।

এদিকে শম্ভু সীমান্তে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে চলা কৃষক বিক্ষোভের মুখে চলতি অর্থবছরের বাজেটে বেশকিছু পুনর্গঠন আনার ঘোষণা দিয়েছে হরিয়ানা রাজ্য সরকার। দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা বাধাগ্রস্ত করতে সীমান্তে কাজ করছে দিল্লি পুলিশ।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর