নির্বাচনে কারচুপির কারণে আইএমএফের কাছে অর্থসহায়তা বন্ধের দাবি জানিয়েছিলেন ইমরান খান। এক প্রেস ব্রিফিংয়ে আইএমএফের ডিরেক্টর কমিউনিকেশন্স জুলি কোজ্যাক বলেন, দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ চেষ্টা করছে।
আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দিকেই নজর তাদের। এই কর্মকর্তা পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় কর্তৃপক্ষ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে।
এদিকে নব নির্বাচিত নেতাদের নিয়ে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের সংসদ অধিবেশন শুরু হচ্ছে, যেখানে শপথ নেবেন প্রতিনিধিরা।