বিক্ষোভকারীদের ওপর করাচি পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে লাঠিপেটা করলে আহত হন অনেকে। কুররামের মূল শহর পারচিনার সঙ্গে প্রাদেশিক রাজধানী পেশোয়ার পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
আফগানিস্তান সীমান্তের জেলা কুররামে ছয় লাখ মানুষের বসবাস। গেলো মাসে শিয়া আর সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে মানবেতর অবস্থায় রয়েছেন এখানকার সাধারণ মানুষ।
কুররামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী চলা মজলিশ ওয়াদাত এ মুসলিমিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে হতাহত হয়েছেন অনেকেই।