স্থানীয় সময় গেল বুধবার (২৪ ডিসেম্বর) আফগানিস্তানের চারটি স্থানে পাকিস্তানি বোমা হামলায় নারী ও শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
এই নৃশংস হামলাকে আন্তর্জাতিক নীতির লঙ্ঘন এবং পাকিস্তানিদের আগ্রাসন বলে মনে করেন আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
এই কাপুরুষোচিত হামলার কড়া জবাব দেয়ার হুশিয়ারিও দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার।