ক্রিকেট
এখন মাঠে
0

আম্পায়ারস কল তুলে দেয়া দাবী স্টোকসের

রাজকোট টেস্টের পর আম্পায়ারস কল নিয়ে চটেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। রীতিমত আম্পায়ারস কল তুলে দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এক সাক্ষাতকারে এই ক্ষোভ প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক।

ভারতের মাটিতে টেস্ট সিরিজের শুরুটা জয় দিয়ে হলেও পরপর দুই টেস্ট হেরে এখন সিরিজ হারের শঙ্কায় আছে ইংল্যান্ড। রাজকোট টেস্টে বড় ব্যবধানে হারের পর ইংলিশ শিবিরে সেই মনোভাবই প্রকট হয়েছে।

ভারত-ইংল্যান্ডেরখেলাহবেকিন্তুআম্পায়ারিংনিয়েবিতর্কহবেনাতা কিআরহয়। এবার রাজকোটেও ইংল্যান্ডের বিপক্ষে কয়েকটি সিদ্ধান্ত আম্পয়ার দিয়েছে যা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

বিশেষ করে তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ক্রাউলির আউট একেবারেই মানতে পারেনি স্টোকস। নবম ওভারে জাসপ্রিত বুমরাহ'র বল জ্যাক ক্রাউলির প্যাডে লাগে। এতে ভারতের আবেদনে সারা দিয়ে আউট দিয়ে দেন কুমার ধর্মসেনা। ক্রাউলি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিলে ডিআরএসে দেখা যায় বল অনেকটা লেগসাইডে ও স্টাম্পের উপর দিয়ে গেছে। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত হওয়ার কারণে ইংল্যান্ডের রিভিউ কোনো কাজে আসেনি।

এই সিদ্ধান্তের পর অবশ্য স্টোকস ম্যাচ রেফারির সাথে কথাও বলেন। কিন্তু কোন কাজে আসেনি। যে কারণে স্টোকসের দাবি আম্পয়ার কল তুলে দেয়ার।

রাজকোট টেস্ট ভারত ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে। ৪৩৪ রানের ব্যবধানে এর আগে রোহিতরা কখনও কোন টেস্ট জয় পায়নি।

এসএস

আরও পড়ুন: