ক্রিকেট
এখন মাঠে

বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউইর্য়কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটির নবনির্মিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম অনেকটাই তৈরি হয়ে গেছে। সম্প্রতি স্টেডিয়ামটি ঘুরে গেছেন অলিম্পিক স্বর্ণজয়ী তারকা উসাইন বোল্ট। জানিয়ে গেছেন আসন্ন আসর নিয়ে তার প্রত্যাশার কথা।

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। প্রথমবার ক্রিকেটের কোনো মেগা আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। ক্রিকেট জাতি না হলেও, আসরটিকে ঘিরে নতুনরূপে সাজছে দেশটি।

তারই অংশ হিসেবে নিউইয়র্কে তারা তৈরি করে ফেলেছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ৩৪ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে বিশ্বকাপ শেষে।

তবে আপাতত এটি তৈরিতে মন আয়োজকদের। অনেকটাই প্রস্তুত স্টেডিয়ামটি। সম্প্রতি সেটি পরিদর্শন করেছেন এবারের বিশ্বকাপের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর উসাইন বোল্ট। জানিয়েছেন ক্রিকেট নিয়ে তার অনুভূতি, স্বপ্ন আর প্রত্যাশার কথা।

তিনি বলেন, 'আমি খুবই আনন্দিত। অবশেষে ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেলাম। ছোট বেলা থেকেই বাবার সঙ্গে বসে খেলাটি উপভোগ করতাম। আমার সোভাগ্য যে আমি যে খেলাটি ভালোবাসি সেটিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি।'

এই মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের টি ম্যাচ। বোল্ট মনে করেন, নিউইয়র্কবাসী ভিন্ন রকম এক স্বাদ পেতে যাচ্ছেন এবারের আসরের মাধ্যমে।

তিনি বলেন, 'ক্রিকেট যে আনন্দ দেয় এবং এটিকে ঘিরে সমর্থকদের যে উচ্ছ্বাস সেটি অসাধারণ। অন্য খেলাগুলোর সঙ্গে এটির পার্থক্য আছে। সুতরাং সবাই সমর্থন করতে এগিয়ে আসুন। আমি নিশ্চিত আপনারা দারুণ স্বাদ পাবেন।'

৮ বারের অলিম্পিক স্বর্ণজয়ী এই স্প্রিন্ট তারকার সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন উইন্ডিজ ক্রিকেট কিংবদন্তি কোর্টলি আমব্রোসও। তাদের প্রত্যাশা আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে তাদের দেশ।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর