ইনজুরি থেকে ফেরার পর টানা তিন ফরম্যাটের ক্রিকেট খেলে যাচ্ছেন বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টেস্টেই খেলেছেন। ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ লিড নেয়ার পেছনে বুমরার অবদান অনেক।
দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ৬ উইকেট শিকার ছাড়াও, এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ ১৭টি উইকেট দখল করেছে বুমরা। সামনেই আইপিএল এছাড়াও আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যস্ত সূচির ব্যাপারটি মাথায় রেখে বিশ্রামে দেয়া হয়েছে বুমরাকে।
ভারতের পরবর্তী টেস্ট ২৩ মার্চ রাচিতে। আর সর্বশেষে টেস্ট হবে ৭ মার্চ ধর্মশালায়।