বাংলাদেশ সফর অনিশ্চিত ভারতীয় ক্রিকেট দলের

বাংলাদেশ-ভারত ম্যাচ
বাংলাদেশ-ভারত ম্যাচ | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালেও ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল তাদের। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে এই কথা জানান।

এতে তিনি মন্তব্য করেন, চলতি বছরও ভারত দলের বাংলাদেশ সফর অনিশ্চিত। কারণ, দ্বিপাক্ষিক এসব সিরিজ খেলতে সরকারের অনুমতির দরকার হয়। মূলত ভারত সরকারের গ্রিন সিগন্যাল না থাকলেই টিম ইন্ডিয়া বাংলাদেশে সফর করবে।

আরও পড়ুন:

এর আগে ২০২৫ সালেও ভারত দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু, সে দফায়ও নিরাপত্তা ইস্যুর কথা তুলে সিরিজ পিছিয়ে দেয় ভারত। তবে, সেটাও এখন পড়েছে হুমকির মুখে।

ইএ