শৈশবের ক্লাব নিওয়েলসকে হারাতে ব্যর্থ মেসি

ফুটবল
এখন মাঠে
0

নিওয়েলসের বিপক্ষে ১-১ গোলে ড্র মায়ামির

লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।

প্রাক মৌসুমের ম্যাচে চোটের কারণে মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা থাকলেও তিনি খেলেছেন এক ঘণ্টা। তবে কোনো গোল করতে পারেননি তিনি। ৩৭ মিনিটে ফ্রি কিক থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৬৪ মিনিটে সানিডের বোর্গেলিনের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ৮৩ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মার্টিন দিয়াজের গোলে সমতায় ফেরে নিওয়েলস। ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় ছাড়া মাঠ ছাড়তে হয়েছে মেসির ইন্টার মায়ামিকে।