ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএলে চেন্নাইয়ের স্পন্সর ইতিহাদ এয়ারলাইন্স

১০০ কোটি টাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি দলের স্পন্সর হয়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ইতিহাদ। তিন বছরের এ চুক্তিতে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসকে অর্থ সহায়তা ছাড়াও ক্রিকেটারদের পরিবহনেও কাজ করবে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সটি।

মধ্যপ্রাচ্যের নামীদামি বেসরকারি বিমান সংস্থা ইতিহাদ এয়ারলাইন্স এবার নাম লিখিয়েছে ক্রিকেটে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিগ আইপিএলের সফল দল চেন্নাই সুপার কিংসের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে সংস্থাটি।

তিন বছরের চুক্তিতে চেন্নাইয়ের জার্সিসহ বিভিন্ন প্রচারণায় থাকবে আরব আমিরাতের এই বিমান সংস্থা। যার জন্য ইতিহাদের খরচ হবে ১০০ কোটি রুপিরও বেশি।

পাশাপাশি আইপিএল চলার সময় ক্রিকেটারদের ভারতের বিভিন্ন শহরে উড়িয়ে নেয়ার কাজটাও করবে ইতিহাদ। দেশটির আকাশপথে ব্যাপক বিস্তৃতি আছে এয়ারলাইন্সটির।

দু'দশক আগে ভারতে ব্যবসা শুরু করে ইতিহাদ এয়ারওয়েজ। সপ্তাহে ৫০ হাজার মানুষ ইতিহাদে ভ্রমণ করে। করোনার সময় ব্যবসায় কিছু ঘাটতি হলেও পরবর্তীতে ৩০ শতাংশ বাড়ে তাদের ব্যবসা।

তাই নিজেদের আরও সুপরিচিত করতে ভারতে সবচেয়ে বড় ক্রীড়া বাণিজ্য আইপিএলে বিনিয়োগ করলো এয়ারলাইন্সটি।

এসএস