অন্য সব খেলা
এখন মাঠে
0

প্রথমবার শ্যুটিং ফেডারেশনে গেলেন ক্রীড়ামন্ত্রী

দৃশ্যটা দেখে অনেকেই অবাক হতে পারেন। আবার কেউ কেউ ভাবতে পারেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন শ্যুটিংয়ের কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আদতে তা নয়, শ্যুটিং রেঞ্জ পরিদর্শনে গিয়ে এয়ার রাইফেল হাতে নিয়ে শ্যুট করেছেন তিনি।

মন্ত্রী হওয়ার পর প্রথমবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনে এলেও খেলাটির সঙ্গে যে তার সখ্যতা পুরানো।

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, 'ছোট বেলা থেকেই আমার শ্যুটিংয়ে খুব আগ্রহ ছিলো। এয়ারগান থেকে শুরু করে পয়েন্ট টুটু দিয়ে আমি নিজেই শ্যুট করতাম।'

ব্যয়বহুল খেলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্যুটারদের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। ভবিষ্যতে যাতে সেই সফলতার ধারাবাহিকতা ধরে রাখা যায় সেজন্য শ্যুটিং ফেডারেশনকে সহযোগিতার আশ্বাস মন্ত্রীর।

পাপন বলেন, 'যদি টুর্নামেন্ট বা কোন ইভেন্টে সহযোগিতা দরকার হয় তাহলে আমি আপনাদের জন্য স্পন্সর যোগাড় করে দিতে চেষ্টা করবো।'

এদিন রাজধানীর গুলশানে ২৭তম আন্ত:ক্লাব শ্যুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নাজমুল হাসান পাপন। পুরস্কার বিতরণের আগে স্বল্প সময়ের মন্ত্রীর সাথে একটি সভাও করে শ্যুটিং ফেডারেশন। সেই সভায় কি কথা হয়েছে, তা জানালেন শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু।

বলেন, 'ভবিষ্যতে আরও উন্নতি করতে তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।'

এবারের আন্ত:ক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি শ্যুটিং ক্লাব। আর রানার্সআপ হয়েছে রংপুর সেনা শ্যুটিং ক্লাব। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাজমুল হাসান পাপন।