দেশে এখন
এখন মাঠে
0

বিসিবি পরিচালকের পদ ছাড়লেন জালাল ইউনুস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। আজ (সোমবার, ১৯ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করছেন জালাল ইউনুস। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর