অন্য সব খেলা
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ান ওপেন জয়ী প্রথম ইতালিয়ান সিনার

রোববার (২৮ জানুয়ারি) ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ইতিহাস রচনা করেন ইয়ান্নিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জকোভিচকে হারিয়ে ফাইনালে জয়াগা করে নেয়া সিনারের তাই এখনও নিজের অর্জনকে বিশ্বাস হচ্ছে না।

ক্যারিয়ারে নতুন অর্জনের পালক যুক্ত হওয়া মানেই উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ এটাই তো স্বাভাবিক। আর সেই অর্জনটা যদি হয় নিজের দেশের হয়ে প্রথম, তাহলে তো কথাই নেই।

ইতালির টেনিস ইতিহাসে প্রথমবারের মতো ইউএস ওপেন জয়ে তাই ইয়ান্নিক সিনারের সাফল্যে মিশে আছে আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসা।

নিজের ক্যারিয়রে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছে সিনার। সেই সাথে বিগ থ্রির রাজত্বের নিভু নিভু প্রদীপের আলো থেকে বের হয়ে টেনিস জগতে নিজেকে আলাদা করে চেনানো, সব কিছুই মিশে আছে ট্রফিতে খোদায় করা ইয়ান্নিক সিনারের নামের মাঝে।

ইতালির টেনিস ইতিহাসে কোনো গ্র্যান্ডস্ল্যামে চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় পুরুষ খেলোয়াড় সিনার। ১৯৫৯ ও ১৯৬০ সালে ফরাসি ওপেনে পরপর দুই আসরে গ্র্যান্ডস্ল্যাম উঁচিয়ে ধরেন নিকোলা পিয়েত্রাঙ্গেলি আর ১৯৭৫ সালে আদ্রিয়ানো পানাত্তা একবার। সেই হিসেবে সিনার দেশটির ইতিহাসে তৃতীয় পুরুষ যিনি গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন।

রোববার রড লেভার অ্যারেনায় দানিল মেদভেদেভের বিপক্ষে পর পর দুই সেট হেরে স্বপ্ন জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে আসছিল। কিন্তু সেই ম্যাচকে ৫ সেটে নিয়ে গিয়ে পরের তিন সেটেই পরজিত করেন একবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাশিয়ান টেনিস তারকাকে।

এসএস