আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি তেল ১.৪ শতাংশ বেড়ে শুক্রবার (২৬ জানুয়ারি) বিক্রি হয়েছে ৮৩.৫৫ ডলারে। যা ৩০ নভেম্বরের পর সবচেয়ে বেশি।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেও এদিন তেলের দাম ৭৮ ডলার ছাড়িয়ে যায়। দু'টি বেঞ্চমার্কে চলতি সপ্তাহে ছয় শতাংশের বেশি দর বেড়েছে তেলের। যা ১৩ অক্টোবরের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।
যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি তেলের মজুত কমে যাওয়া, রাশিয়ায় রপ্তানি তেলের গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় সরবরাহ ব্যাহত হওয়া, তেলের সবচেয়ে বড় ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রে চতুর্থ প্রান্তিকে দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় অর্থনীতির বিকাশে চীনের সাম্প্রতিক পদক্ষেপ ইত্যাদি বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।