চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দু নেতা।
সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।
বাংলাদেশের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন জ্যাক সুলিভান।