জ্বরে আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ২৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে তার কার্যালয়।
তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি। চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক নানা জটিলতায় চিকিৎসকের শরণাপন্না হতে হয়েছে তাকে।
এর আগে ২০২১ সালে রক্তের সংক্রমণ দেখা দিলে পাঁচ রাত হাসপাতালে কাটান ক্লিনটনকে। এছাড়া তার হৃৎপিণ্ডেও অস্ত্রোপচার করা হয়। সবশেষ করোনায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি।
ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন।