উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নিউইয়র্ক সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় নারীকে পুড়িয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় এক নারীর গায়ে আগুন জ্বালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নারীর পরিচয় জানা না গেলেও তিনি ব্রুকলিনের স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

অপরিচিত এক ব্যক্তি তার সামনে এসে লাইটার দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। নিউইয়র্ক পুলিশ বলছে, এই হামলার আগে তাদের কোন মধ্যে কোন কথা হয়নি, তারা কেউ কারো পূর্ব পরিচিত নন।

গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নারীর শরীরে আগুন জ্বলতে থাকার ভিডিও। সেখানে দেখা যায় হামলাকারী ব্যক্তি আগুনে জ্বলতে থাকা নারীর কিছু দূরেই কালো হুডি পড়ে দাঁড়িয়ে আছেন।

এএইচ