ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। মার্কিন সব সতর্কবার্তা আর হুমকি উপেক্ষা করেই বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে সংঘাত অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এবার এই গোষ্ঠীকে কোণঠাসা করতে অন্য পরিকল্পনা করছে ওয়াশিংটন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হুতিদের বারবার সতর্ক করেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে সহিংসতা বন্ধ করা যায়নি। এ কারণে হুতিদের হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে যতোদিন পর্যন্ত হুতিদের অবস্থান দুর্বল না হচ্ছে ততোদিন এই হামলা চলবে।
ওয়াশিংটন পোস্ট জানায়, শিয়া সশস্ত্র গোষ্ঠীটির বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার সক্ষমতা দুর্বল করে দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া লোহিত সাগর আর গালফ অব এডেন দিয়ে যেন নিরবচ্ছিন্নভাবে জাহাজ চলাচল করতে পারে সেই ব্যবস্থাও করবে ওয়াশিংটন। গেল কয়েক মাসে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিশেষ নজর আছে। তারা কখন সহিংসতা বন্ধ করবে এই বিষয়ে নিশ্চিত হয়ে বলা না গেলেও সশস্ত্র গোষ্ঠীটির সক্ষমতা দুর্বল করতে কাজ করতে থাকবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে হুতিদের পরাজিত করা বা ইয়েমেনে অভিযান চালানো লক্ষ্য নয়।
হুতিরা যেন এ ধরনের হামলা করতে না পারে, সেজন্য তাদের হামলার অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। তাদের সামরিক সক্ষমতা লক্ষ্য করেই চালানো হবে বোমা হামলা। সমরাস্ত্রের মজুত দুর্বল করাই হবে যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে জো বাইডেনের বোমা হামলা ইসরাইল-হামাস সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়ানোর সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।





