ফুটবল
এখন মাঠে
0

নেইমারের দলবদলে পিএসজির কর ফাঁকির অভিযোগ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফি'তে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে দলবদলে ৮৮ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে ফ্রান্স ক্লাবটির বিপক্ষে।

সুপারস্টার নেইমার জুনিয়র। সান্তোস থেকে বার্সেলোনা। এরপর পিএসজি আর এখন আল হিলাল। ক্যারিয়ারে ক্লাব ফুটবলে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। অনেক বিশ্ব রেকর্ডও গড়েছেন। এই যেমন ট্রান্সফার ফি'র বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে ২০১৭ সালে স্পেন ছেড়ে প্যারিসে পাড়ি দেন নেইমার। সেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙ্গতে পারেননি মেসি, রোনালদো কিংবা এমবাপ্পেরা।

এতদিন পর সেই রেকর্ডগড়া ট্রান্সফার ফি'র কারণে আবারও খবরের শিরোনাম হয়েছেন নেইমার। তবে এবার জড়িয়ে পড়েছেন সাবেক ক্লাব পিএসজিও। সেই দলবদল নিয়ে পিএসজির কর দেয়ার ক্ষেত্রে সুবিধা ভোগে উঠেছে অনিয়মের প্রশ্ন। রয়টার্সের খবর অনুযায়ী সেই সন্দেহের জেরে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে কর প্রশাসনে চালানো হয়েছে তল্লাশি। দুর্নীতি দমন ইউনিটের সহযোগিতায় এ অভিযান চালায় ফ্রান্স পুলিশ।

তল্লাশির মধ্য দিয়ে শুরু হওয়া এই তদন্ত কার্যক্রম আরও বড় আকারে হওয়ার আভাস দিয়েছে সংবাদসংস্থাটি। এতকিছু ঘটে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এটে বসে আছে পিএসজি কর্তৃপক্ষ ও ফ্রেঞ্চ অর্থ মন্ত্রণালয়।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে নেইমার। খেলার থেকে অন্যকিছুতে বেশি ব্যস্ত থাকা নেইমার হয়তো খুব একটা সমস্যায় পড়বেন না এই ঘটনায়। তবে সত্যতা প্রমাণ হলে বড় অঙ্কের জরিমানা কিংবা শাস্তির সম্মুখীন হতে হবে পিএসজিকে।

গেলো বছরের আগস্টে পিএসজি ছেড়ে শুভ্রতার খোঁজে সৌদির ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। এএফপির তথ্য অনুযায়ী সেখানে মৌসুমে ১০ কোটি ইউরো আয় করবেন এই ফরোয়ার্ড। আর পিএসজি তাকে বিক্রি করে করে আয় ১০ কোটি ইউরো।

এসএস

আরও পড়ুন: