সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বল্প সময়ে টিআইবি'র করা গবেষণা প্রতিবেদনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি।'
তিনি আরও বলেন, 'টিআইবিকে চ্যালেঞ্জ, আন্তর্জাতিকভাবে কোন জার্নালে এই রিপোর্ট পাঠানো হলে কেউ এটাকে প্রকাশ করবে না। নির্বাচন কমিশনকে মানুষের আস্থায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার, কিন্তু এই ধরনের গোজামিল রিপোর্ট নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন তোলে।'
নির্বাচনে কিছু সমস্যা হয়েছে, যেগুলোর বিষয়ে সাথে সাথে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। সে বিষয়গুলো রিপোর্টে আসেনি বলেও জানান প্রতিমন্ত্রী।