দেশটিতে বিদেশি কর্মীদের বৈধতার জন্য নিবন্ধনের সুযোগ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। তবে ভিসা দেয়ার পরবর্তী ধাপগুলো ৩১ মার্চ পর্যন্ত চলবে। এ প্রক্রিয়ায় নিবন্ধন করেছেন ১১ লাখ অবৈধ বিদেশি কর্মী। ইতোমধ্যে পাঁচ খাতে ভিসা পেয়েছেন ৫ লাখের বেশি, বাকিদের আবেদনগুলো প্রক্রিয়াধীন আছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে বৈধ বিদেশি কর্মীর সংখ্যা ২০ লাখ। তবে অর্থনীতিকে শক্তিশালী করতে ২০২৫ সালের মধ্যে দেশটিতে ২৪ লাখ বিদেশি কর্মী প্রয়োজন। ঘাটতির ৪ লাখ কর্মী প্রসঙ্গে তিনি জানান, বৈধকরণ প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে আগামী ১৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিদেশি কর্মী ব্যবস্থপনা আরো উন্নত করার লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা হবে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি মাসের ৯ দিনে ১৬৮টি অভিযান চালিয়ে ৭৬৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।