মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে অবৈধ প্রবাসীদের বৈধতার সুযোগ চাওয়ার অনুরোধ

মালেশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিক
মালেশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিক | ছবি: এখন টিভি
0

মালয়েশিয়ায় আবারো শুরু হয়েছে অবৈধদের বিরুদ্ধে আটক অভিযান। গত কয়েকদিন ধরেই এ অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে আশায় বুক বাধছেন তারা। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বৈধতার সুযোগ চাওয়া ও জি-টু-জি পদ্ধতিতে কর্মী পাঠানো অনুরোধ তাদের।

মালয়েশিয়ায় গত কয়েকদিন ধরেই অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। রাজধানী কুয়ালালামপুরসহ প্রায় সব শহরেই অবৈধ প্রবাসীদের আটক করছে দেশটির অভিবাসন বিভাগ। কর্মস্থলের পাশাপাশি সড়কে চেকপোস্ট ও আবাসিক এলাকায় চলছে কাগজপত্র যাচাই।

সম্প্রতি একদিনেই ১৬টি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ বিদেশিকে আটক করা হয়েছে। যা অনেকটা নজিরবিহীন। এতে আতঙ্কে দিন কাটছে সেখানকার অবৈধ প্রবাসীদের।

প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ করবো যেন এবারে এই সিন্ডিকেটকে দূরে রাখা হয় এবং বৈধ উপায়ে খুব সহজেই এই মানুষগুলো যেন বিদেশে আসতে পারে এবং নিজেদের কর্মসংস্থান ঠিকমত পেতে পারে।’

এমন বাস্তবতায় মালয়েশিয়া সফরে আসছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। ১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়া কথা রয়েছে তার। বৈঠকে বৈধতার সুযোগ দিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। এছাড়াও ব্যয় কমিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতে নতুন কর্মী প্রেরণের ক্ষেত্রে জিটুজি পদ্ধতি অনুসরণের জোর দাবিও তাদের।

আরেকজন প্রবাসী বলেন, ‘আসিফ নজরুল স্যারকে প্রথমেই অনুরোধ যেন তিনি অবৈধদের বৈধ করার বিষয়ে মালয়েশিয়ার সরকারের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেন।’

উপদেষ্টা আসিফ নজরুলের এ সফরের পর প্রায় একবছর বন্ধ থাকা শ্রম বাজার খুলতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। উপদেষ্টার এ সফর প্রবাসীদের জন্য বয়ে আনবে নিরাপত্তা, হবে কল্যাণকর; এমন প্রত্যাশায় কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি।

এসএইচ