দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় আওয়ামী লীগ, জাপাসহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের মাঠে নিজেদের পক্ষে সমর্থন টানতে প্রার্থীরা দেয় উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে দু'টি আসনে দলীয়ভাবে লাঙলকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কিন্তু ছাড় দেয়নি স্বতন্ত্র প্রার্থীরা। ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে জাপার প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ মুক্তিকে ১৮ হাজার ৬১৭ ভোটে পরাজিত করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম।
এছাড়া ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাপার আরেক প্রার্থী ফকরুল ইমামকে ২৮ হাজার ৮১৭ ভোটের পরাজিত করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন। এতে পুরো জেলায় জাতীয় পার্টি আসন শূন্য হয়ে যায়।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে দুই বারের সংসদ সদস্য জুয়েল আরেং-কে ১৯ হাজার ৬৩৯ ভোটে পরাজিত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারকে ২ লাখ ৫১ হাজার ৪১৬ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শরীফ আহমেদ।
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা হয় ১০টি আসনের। ময়মনসিংহ-৩ গৌরীপুরের একটি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার চেয়ে ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। তাই আসনটির ফলাফলও স্থগিত রাখা হয়।
ময়মনসিংহ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমকে ৪৩ হাজার ৭৪৬ ভোটে পরাজিত করেন তিনি।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ছয় বারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার। দুই জনের ভোটের ব্যবধান ৯ হাজার ৭২৭।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান। তিনি পেয়েছেন ৭১ হাজার ৭৩৮ ভোট। আর তার নিকটতম প্রার্থী রুহুল আমিন মাদানী পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ১৯ হাজার ২৭১ ভোটে তিনি পরাজিত করেছেন ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল আবেদিন তুহিনকে।
ময়মনসিংহ- ১০ গফরগাঁও আসনে নির্বাচিত হয়েছেন ফাহমি গোলন্দাজ বাবেল। ২ লাখ ৯ হাজার ৩৭৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দিপুকে।
ময়মনসিংহ- ১১ ভালুকায় নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ। তার নিকটতম প্রার্থী কাজিম উদ্দিন ধনুকে তিনি পরাজিত করেছেন ৩৮ হাজার ৮৬০ ভোটে।
জেলায় ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭২ জন প্রার্থী। যেখানে মোট ভোটার ৪৪ লাখ ৪৩ হাজার ৯১ জন।