এর আগে ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা থাকলেও ২৫ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল রোববার (৭ জানুয়ারি) সারাদেশে ৩০০ আসনের মধ্যে নওগাঁ-২ আসন ছাড়া বাকি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি থাকা এ আসনের জন্য আজ সোমবার তফসিল ঘোষণা করে ইসি।
এবার সব আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
এবার সারাদেশে মোট ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এসব কেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।
এবারের নির্বাচনে ১৯৭০ জন প্রার্থী লড়াই করেছেন। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।





