নির্বাচনী অ্যাপ হ্যাকিংয়ের চেষ্টা : ইসি সচিব

0

নির্বাচন কমিশন অ্যাপ হ্যাকিংয়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুর একটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ইসি সচিব আরও বলেন, জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরো একটি রাষ্ট্র, এই তিন জায়গা থেকে নির্বাচনী অ্যাপকে অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে।'

আর এ কারণে নির্বাচনী অ্যাপস কাজ করলেও ধীরগতিতে চলছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর আলম।

কোন ভোটার কোন কেন্দ্রে ভোট দিবেন, ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর কত? এসব তথ্য সহজেই ভোটারদের জানাতে এবার নির্বাচনী অ্যাপস চালু করেছে কমিশন। এর মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোটের প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন ভোটাররা।

এসএসএস