এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে।
নির্বাচনে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার-ভিডিপি'র সদস্যরা। কোথাও কোন সমস্যা দেখা দিলে ৯৯৯ এ ফোন দিলেই সেখানে পৌঁছে যাবে স্ট্রাইকিং ফোর্স।
প্রতিটি থানা থেকে একটি বিশেষ টিম মোটরসাইকেলে ওই এলাকার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে রেলস্টেশনেও। এছাড়াও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আকাশ পথেও।
এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করছে আট লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য। ভোটের পরও থাকবে এই নিরাপত্তা ব্যবস্থা।