প্রতিকুল আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন কেন্দ্রগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত চৌকি বিওপিগুলোতে স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে এবার ফলাফল সংগ্রহ করা হবে।
তিন পার্বত্য জেলার এরকম ২৭টি বিওপিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল ব্যবহার করা হচ্ছে।
বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম কেন্দ্রগুলো থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহে নিরাপত্তা বাহিনীর ওয়ারলেস সেট ও ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এছাড়া প্রতিকূল আবহাওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও দুর্গম কেন্দ্রগুলো থেকে পার্শ্ববর্তী বিওপির মাধ্যমে ফলাফল সংগ্রহ করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের ২৭টি সীমান্তবর্তী বিওপিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল স্থাপন করা হয়েছে। প্রতিকুল আবহাওয়ায় এই প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হয়। আগে ওয়ারলেস সেট ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হতো। তবে প্রতিকূল আবহাওয়ায় অনেক সময় এ প্রযুক্তি অকার্যকর হয়ে থাকে। তবে স্যাটেলাইট মডিউলে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ৩৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্টদের নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বান্দরবানের রুমা থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম ৮টি কেন্দ্রে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের মাধ্যমে।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, পর্যায়ক্রমে বান্দরবানের ১২টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। এবার নির্বাচনে বান্দরবানে ১৮২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তায় ইতিমধ্যে ৪২ প্লাটুন বিজিবি, এক হাজার ২০০ পুলিশ, ২ হাজার ২০০ আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। দুটি পৌরসভা ও সাত উপজেলা নিয়ে এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এবার আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।