পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে চিংমা খেয়াং জুমে যায়। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন মিলে তাকে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে গহীন জঙ্গলে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। তবে কে বা কারা কীভাবে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’





