দুর্গম ১২‌টি কে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হে‌লিকপ্টা‌রে

0

বান্দরবানের চার উপজেলার ১২‌টি দুর্গম ভোটকেন্দ্রে হে‌লিকপ্টা‌রের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপু‌রে নিজ নিজ উপ‌জেলা থে‌কে কেন্দ্রগু‌লো‌তে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হয়।

জেলা প্রশাসক (ডিসি) শাহ্ মোজা‌হিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্গম ১২টি কেন্দ্র হ‌লো- রোয়াংছ‌ড়ি উপ‌জেলার রো‌নিন পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, রুমা উপ‌জেলার নুন থিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, পাক‌নিয়ার পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, থান‌চি উপ‌জেলার দ‌লিয়ান পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, রেমা‌ক্রি বাজার সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, তিন্দু গ্রু‌পিং পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথ‌মিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথ‌মিক বিদ্যালয় ও আলীকদ‌ম উপ‌জেলার কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়।

ডিসি শাহ্ মোজা‌হিদ উদ্দিন ব‌লেন, বান্দরবা‌নের ১৮২টি ভোটকে‌ন্দ্রের ম‌ধ্যে ১২টি ভোটকে‌ন্দ্রে হে‌লিকপ্টা‌রের সাহা‌য্যে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌য়ে‌ছে। বান্দরবা‌নে এক‌টি সুন্দর প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১ হাজার ৪০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।