সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে নেত্রকোণা-১ আসন

0

নদী-পাহাড় আর খনিজ সম্পদে ভরপুর নেত্রকোণা-১ আসন। পর্যটন, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা সত্ত্বেও অনেকটাই পিছিয়ে হাওরবেষ্টিত এই জনপদ। গড়ে উঠেনি শিল্পপ্রতিষ্ঠান। ব্যবসা-বাণিজ্যে গতি আনতে পারবেন- এমন প্রার্থীই চান ভোটাররা।

ভৌগলিক অবস্থানের কারণে বরাবরই গুরুত্বপূর্ণ নেত্রকোণা-১ আসন। এ আসনের দুর্গাপুর ও কলমাকান্দা দুটিই সীমান্তবর্তী উপজেলা।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মেঘালয়ের ছোট-বড় পাহাড়ি নদী আর ঝর্ণাধারা ঘিরে রেখেছে চারপাশ। ভ্রমণপিপাসুদের কাছে স্থানটি স্বর্গরাজ্য হলেও এখানকার পর্যটনে লাগেনি উন্নয়নের ছোঁয়া।

প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটক ভিড় করেন সাদা মাটির পাহাড়সহ আশপাশের পর্যটন স্পটগুলোতে। সারাদিন সোমেশ্বরীর স্বচ্ছ জলে ভেসে ঘুরে দেখেন উঁচু-নিচু পাহাড়।

তবে সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অধিবাসী ও পর্যটকরা জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন স্থায়ী সেতু নির্মাণের।

পর্যটকরা বলেন, 'এখানে আসার পথে আমাদের খুব কষ্ট হয়েছে। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। একটা কাঠের সেতু দিয়ে নদী পার হতে হয়েছে। এখানে পরিকল্পিত কিছু নেই। যারা নির্বাচিত হবে তাদের কাছে একটা ব্রিজের দাবি আমাদের।'

এদিকে নির্বাচনকে ঘিরে বিজয়পথ স্থলবন্দরে ব্যবসায়ীরা দেখছেন আশার আলো। একসময় ভারত থেকে এ বন্দরে কয়লা ও পাথর আসলেও দীর্ঘ ১৫ বছর ধরে তা বন্ধ। এবারের নির্বাচনে পুনরায় বন্দর চালু হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের।

ব্যবসায়ী বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত স্থলবন্দর বন্ধ। সরকারের কাছে এই বন্দরটা চালু করার অনুরোধ রইলো।

|undefined

পাহাড়ি কন্যাখ্যাত সুসং দুর্গাপুরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। নির্বাচিত হলে এই অঞ্চলের পর্যটন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থলবন্দর চালু, সেতু-কালভার্টসহ প্রয়োজনীয় সকল রাস্তা নির্মাণ ও শিল্প প্রতিষ্ঠান তৈরি করবেন বলে আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

নেত্রকোণা ১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী বলেন, 'ইউনিয়ন সংযোগ সড়ক, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন সেক্টরে কাজ হবে।'

স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, 'আমাদের শুল্ক বন্দরটি চালু করে দিতে পারলে এলাকার লোকজনের কর্মসংস্থান হবে।'

নেত্রকোণা-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৮ জন। আর নতুন ভোটার ৬৪ হাজার ৮৬১ জন।