শেষ মুহূর্তে জমজমাট নির্বাচনী প্রচার

0

রাজধানীর বিভিন্ন আসনে শেষ মুহূর্তে জমজমাট নির্বাচনী প্রচারণা। চরম ব্যস্ত প্রার্থী-সমর্থকরা।

ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানাচ্ছেন প্রার্থীরা।

ঘনিয়ে আসছে ভোটের সময়। ব্যস্ত সময় পাড় করছেন ঢাকা-১৩ আসনের প্রার্থীরা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। ভোটার রয়েছেন ৪ লাখ। মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগর থানা গঠিত উত্তর সিটির এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় প্রার্থীদের।

আজ বুধবার সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

সাভার-আশুলিয়া থানা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঈগল প্রতিক নিয়ে মাঠে আছেন মুরাদ জং আর নৌকার প্রার্থী আছেন ডা. এনামুর রহমান। দুই প্রার্থীই পরিচ্ছ্ন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সন্ধ্যায় সিদ্ধেশরী খেলার মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় রমনা থানা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। এসময় বক্তারা ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

এদিকে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ হাজারীবাগ এক জনসভায় অংশ নেন। সভায় বক্তারা নৌকার প্রতিকে ভোট চান। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারো আওয়ামী লীগকে ভোট দিতে ভোটারদের অনুরোধ করেন বক্তারা।

আরও পড়ুন: