বিদেশে এখন
0

২০২৪ সালকে প্রথম স্বাগত জানালো নিউজিল্যান্ড

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ নতুন বছর বরণ করে নিলো দেশটি। আতশবাজির আলোয় ছেয়ে যায় অকল্যাণ্ডের স্কাই টাওয়ার। জমকালো আয়োজনের মনমুগ্ধকর সেই দৃশ্য দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ।

ভৌগলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের পরেই ২০২৩ সালকে বিদায় জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া ও জাপানবাসী। নতুন বছরকে বরণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারও সাজানো হয়েছে আলোকসজ্জায়। বিশেষ করে ক্রিস্টাল বলে ক্ষণগণনা করতে উন্মুখ হাজারো মানুষ।

নতুন বছর ঘিরে ব্রিটেনেও চলছে বর্ণিল আয়োজনের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও থার্টি ফাস্ট নাইটে টেমস নদীর উপর থাকবে আতশবাজির উৎসব। এছাড়া দুবাইয়ের বিভিন্ন এলাকার ৩২টি জায়গায় জমকালো আতশবাজির আয়োজন করা হয়েছে।

চীন, ইতালি, স্পেন, ফ্রান্স, কানাডা, রাশিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে থার্টিফাস্ট নাইট উদযাপন ও নতুন বছর বরণে চলছে নানা প্রস্তুতি।

এসএসএস