যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজা ও মিশর সীমান্তের নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু!

গাজা ও মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন 'যুদ্ধ এখন চরমে। সব ফ্রন্টে একসঙ্গে লড়াই চলছে। বিজয় অর্জনে সময় লাগবে। ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। ফিলাডেলফি করিডোর অবশ্যই ইসরাইলের হাতে থাকতে হবে।'

গাজার দক্ষিণের শেষ প্রান্ত হচ্ছে ফিলাডেলফি করিডোর। ১৯৭৮ সালে মিশর-ইসরাইল শান্তি চুক্তির বিনিময়ে যা মিশরের দায়িত্বে রয়েছে। গাজার এ বাফার জোন নিয়ন্ত্রণ নিয়ে ভূখণ্ডটিতে আক্রমণ আরও জোরদার করতে চায় ইসরাইলি সামরিক বাহিনী।

এদিকে ইসরাইলের কাছে আবারও প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসকে পাশ কাটিয়ে দ্বিতীয় দফায় এ বিল পাশ করলো বাইডেনের প্রশাসন। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও মাথায় নেয়নি যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য, ইসরাইলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের হুমকি মোকাবিলায় ইসরাইলকে আত্মরক্ষা বিষয়ে নিশ্চিত করা জরুরি। তবে কংগ্রেসকে এড়িয়ে অস্ত্র বিক্রির ঘটনা অনেকটাই বিরল।

ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলিরা। লেবাননের অন্যান্য সীমান্ত শহরগুলোতে হামলায় মারা গেছে হিজবুল্লাহর ৪ সদস্য।

এদিকে বোমা হামলায় ধ্বংস হয়েছে গাজার ৭০ শতাংশ ঘরবাড়ি। এবার আশ্রয় শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ বাঁচাতে ছুটছে দেড় লাখ বাসিন্দা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৩ মাস ধরে একটানা বোমা হামলা ও স্থল আক্রমণ চালাচ্ছে ইসরাইলিরা। এবার মধ্য গাজায় আশ্রয় শিবিরগুলো লক্ষ্য করেও আক্রমণ চালানো হচ্ছে। এরমধ্যে বুরেজ ও নুসিরাত আশ্রয় শিবিরের প্রায় দেড় লাখ বাসিন্দাকে দেইর আল-বালাহ শহরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু সেখানে আগে থেকেই কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। মিশরের সীমান্ত ঘেষা রাফা অঞ্চল হয়ে উঠেছে গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর।

এসএস